বিনোদন বার্তাঃ
বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে চান ঢালিউড নায়িকা পপি। বুধবার একুশে টিভির একটি অনুষ্ঠানে তিনি এ ইচ্ছা পোষণ করেন।
নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটির র্যাপিড প্রশ্নোত্তর পর্বে পপি বলেন, সালমান খানকে বিয়ে করতে চাই, তবে শাহরুখ খানকেও ভাল লাগে।
পপি অারও জানান, পর্দার বাইরে এখনও প্রেম করার সময় পাননি তিনি। তবে অভিনয় করতে করতে প্রেমের প্যাশন কিছুটা অনুভব করতে পারেন তিনি।