অনলাইন বার্তাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকরা। শুক্রবার বিকালে এ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।
গত রবিবার থেকে চলা অনশনের ষষ্ঠদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষকদের কাছে যান প্রধানমন্ত্রীর এপিএস সাজ্জাদুল হাসান ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা জানান, তাদের দাবির বিষয়টি দেখবেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এমপিওভুক্তির দাবিতে নন–এমপিও শিক্ষকেরা গত ২৬ ডিসেম্বর থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচী পালন করে। টানা পাঁচদিন অবস্থান করার পর কোন সাড়া না পেয়ে গত ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশনে যায়।

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার-Aporadh-Barta
কর্মসূচির তৃতীয় দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আজ দুপুর সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা তাদেরকে আশ্বাস দিলে তারা অনশন কর্মসূচি স্থগিত ঘোষনা করেন।
জানতে চাইলে নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিনিধ এসেছিলেন তারা আমাদের জানিয়েছেন তিনি আমাদের দাবি পূরণ করবেন। তাদের এই আশ্বাসে আমরা আজ থেকে আমরণ অনশন কর্মসূচি এখানেই স্থগিত ঘোষণা করলাম।