|

প্রধানমন্ত্রীর সংবর্ধনা ভারত-রাশিয়ার বীর যোদ্ধাদের

প্রকাশিতঃ 10:41 pm | December 18, 2017

অনলাইন বার্তাঃ
মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রাখা ভারত ও রাশিয়ার যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের ২৭ জন, তাদের পরিবার ও সন্তানরা, চারজন সামরিক কর্মকর্তা ও ছয়জন কূটনীতিক। আর মুক্তিযুদ্ধে অংশ রাশিয়ার চারজন, তাদের পরিবার এবং তিনজন দূতাবাস কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার বিকালে গণভবনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেন এবং মুক্তিযুদ্ধে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জয় ভবন সিং যাদব। অনুষ্ঠানে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।