fbpx

|

কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ আরব আমিরাতে বন্দি

প্রকাশিতঃ ৩:৫৮ পূর্বাহ্ন | জানুয়ারী ১৫, ২০১৮

অনলাইন বার্তাঃ

কাতারের রাজপুত্র শেখ আব্দুল্লাহ বিন আলি আল ছানিকে বন্দি করেছে সংযুক্ত আরব আমিরাত। বন্দি শেখ আব্দুল্লাহ শনিবার এক ভিডিও বার্তায় বিষয়টি প্রকাশ করেছেন। আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হিসেবে শেখ আব্দুল্লাহ সেখানে গেলে তাকে বন্দি করা হয়েছে বলে জানা যায়।

আল জাজিরার খবরে বলা হয় শেখ আব্দুল্লাহ তার প্রকাশ করা ভিডিওতে জানিয়েছেন, আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি। আমি এখন একজন বন্দি। আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশ ত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি। এখানে আমার সঙ্গে যা ঘটছে তার জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদ দায়ী।

তবে ভিডিওতে শেখ আব্দুল্লাহ বিস্তারিত কিছু জানাতে পারেননি। আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন। শেখ আব্দুল্লাহ’র বাবা শেখ আলি বিন আব্দুল্লাহ আল ছানি ১৯৬০ সালে কাতারের আমির ছিলেন।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!