|

রাজশাহীতে অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রকাশিতঃ 8:11 pm | January 13, 2018

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে রিতু খাতুন (২০) নামে এক কলেজছাত্রী অতিরিক্ত মদপানের কারণে মৃত্যু হয়েছে। নিহত রিতু মহানগরীর ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেন ড্রাইভার এর মেয়ে।

শনিবার দুপুরে নগরীর মতিহার থানা পুলিশ রিতুর বাড়ির পার্শের মাঠ থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। তবে অতিরিক্ত মদপানের কারণে রিতুর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে অপরাধ বার্তাকে জানান, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শনিবার সকালে বাড়িতেই রিতু মারা যান। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া যায়।

ওসি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রিতুর লাশের ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে । এবং ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।