অপরাধ, বাংলাদেশ, রাজশাহী, স্পেশাল বার্তা

রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাাজশাহীতে পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর টিকাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মিশেল (৩০)। তিনি নগরীর টিকাপাড়া মহল্লার মৃত সেলিমের ছেলে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ডিবি আরএমপি’র এসআই জোবায়ের এর নেতৃত্বে একটি টিম টিকাপাড়া এলাকায় টহল চালায় ।

এ সময় ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলতে দেখে তাদের থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ২জন আরোহী নেমে দৌড়ে পালিয়ে গেলেও মিশালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *