|

রাজশাহীতে চ্যানেল আই প্রকৃতি মেলার র‌্যালী

প্রকাশিতঃ 3:46 pm | January 07, 2018

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধিঃ
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮ উপলক্ষে র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতির বৈরী আবহাওয়ায় শৈত প্রবাহের মধ্যে শুক্রবার সকাল ১০ টার সময়য় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশেনের আয়োজনে রাজশাহী প্রেস ক্লাবের সামনে থেকে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮ উপলক্ষে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়কুঠি এলাকায় পদ্মা নদীর পাড়ে গিয়ে শেষ হয়। পদ্মা নদীর পাড়ে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত পরিবেশবিদ, ব্যবসায়ী, কৃষিবিদ রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি গণ বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

র‌্যালীতে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি, পরিবেশবিদ ও গবেষক আরিফ হোসেন খান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো, জামাত খান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, কৃষিবিদ ড. শরফ উদ্দিন, পরিবেশবিদ ড. ফয়সাল কবির চৌধুরি, মহানগর পুলিশের সহকারি কমিশনার ইফতেখায়ের আলম ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা পারভিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।