হিলি প্রতিনিধিঃ
হিলি হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু’র মৃত্যুতে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে সোববার দুপুরে প্রেসক্লাব প্রঙ্গনে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, স্থানীয় সাপ্তাহিক লাল সবুজ পত্রিকার প্রকাশক হারুন উর রশিদ হারুন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা পারুল নাহার, সাংবাদিক আলতাফ হোসেন, মাহমুদুলক হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুধী জনরা।
সভাশেষে প্রেসক্লাবের নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিহত সাংবাদিকদের স্বরণে হিলিতে স্বরণ সভা ও দোয়া মাহফিল