ঝালকাঠি প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ও বীরত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
রবিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইনসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১৯জন পুলিশ মুক্তিযোদ্ধা ও ১০জন পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ভূঁইয়া, শরীফ আবদুস সালাম ও মুক্তিযোদ্ধার সন্তান সিদ্দিকুর রহমান। এসময় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন………
https://youtu.be/2__BUInnvrs