|

গাইবান্ধা হতে সাঘাটা পর্যন্ত সড়ক পাকাকরণে অনিয়ম দূর্নীতি

প্রকাশিতঃ 4:32 am | January 17, 2018

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধা-সাঘাটা ৪৫ কোটি টাকা ব্যায়ে নতুন রাস্তার মানসম্পুর্ণ কাজের ফাটল যা একটু গাড়ী চলাচলে নির্মাণ কালীন সময়েই ফাটল ধরেছে। এ বিষয়ে এর আগে অভিযোগ বা সংবাদ প্রকাশ করেও থামানো যায়নি নিম্নমানের কাজ।

নিম্নমানের এ কাজ দেখেও দেখছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা এর কারণ হিসাবে জানা যায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেছে এসব কর্মকর্তারা তাই তারা চোখে টিনের চশমা লাগিয়ে কাজ পরিদর্শন করে আর সাংবাদিকরা প্রশ্ন করলে বলে কাজের মান ভালো হচ্ছে।

গাইবান্ধা-সাঘাটা রাস্তার বাংলাবাজার সংলগ্ন বিটিসিএল অফিসের সামন থেকে ছবি তোলা । এখানে কিছুদিন আগেও ব্রেডিং করার সময় একটি চাল বোঝাই ট্রাক দেবে গিয়েছিলো যা জেলার বেশ কয়েকজন সংবাদকর্মী বিষয়টি গাইবান্ধা বাসীর নজরে আনার চেষ্টাও করেছি।

সরকারের বরাদ্দ দেওয়া কোটি কোটি টাকা গচ্ছা যাবে লাভবান হবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও অসাধু কর্মকর্তারা।