নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনেই এক স্কুলছাত্রী শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়েছে করা হয়েছে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতে প্রকাশ্যে লাঞ্চিত করে কাগজপত্র কেড়ে নিয়েছেব খাটেরা।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি ওই ছাত্রী ইউএনও’র কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।
উপজেলার মাড়িয়া ইউনিয়নের স্কুলছাত্রী জানান,তিনি ও তার বড় বোনের সঙ্গে উপজেলা পরিষদে এসেছিলেন। তার বড় বোন গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা পদে চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইউএনও’র দপ্তরে যান। এ সময় ইউএনও’র কার্যালয়ের সামনের শিশুপার্কে বসে ছিল ওই ছাত্রী।
এ সময় এলাকার দুই বখাটে তাকে উদ্দেশ্যে করে অশ্লীল কথাবার্তা বলে। এর প্রতিবাদ করলে বখাটেরা ওই ছাত্রীকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় ওই কিশোরী ইউএনও’র কাছে অভিযোগ করে।
এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, ইউএনও আমাকে জানিয়েছেন,বখাটেদের খুঁজে বের করার জন্য থানার একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে। তবে জানতে চাইলে ইউএনও জাকিউল ইসলামের কাছে বার বার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।