বাংলাদেশ, রাজশাহী, শিক্ষা ও সাহিত্য

শাজাহানপুরে শাবরুল সঃ প্রাঃ বিঃতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

গৌতম কুমার:

বগুড়া’র শাজাহানপুর শাবরুল প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ১নং আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফিরোজ আলম।

ফিরোজ আলম বলেন, শিক্ষার্থীদের মাঝে নতুন বই নতুন প্রাণের সঞ্চার করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষাগ্রহণের পাশাপাশি মেধাবী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ নজরুল ইসলাম মাষ্টার, আওয়ামীলীগ ইউনিয়ন সহ সসভাপতি আব্দুল মালেক, প্রধান শিক্ষক শামচ্ছুন্নাহার ছবি, সভাপতি আশেকপুর ইউনিয়ন যুবলীগ ও বিদ্যুৎসাহী সদস্য শাবরুল উচ্চ বিদ্যালয় ও পিটিএ সভাপতি শাবরুল প্রাথমিক বিদ্যালয় এম কবির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *