গৌতম কুমারঃ
বগুড়া’র শাজাহানপুর উপজেলার শাবরুল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ২০১৭। উক্ত ফলাফল প্রকাশ আলোচনা সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে দিক নির্দশনা মূলক বক্তব্যে রাখেন অত্র স্কুল এর সুযোগ্য সভাপতি শাহাজালাল তালুকদার পারভেজ।
তাছাড়াও বক্তব্যে রাখেন অত্র স্কুল এর প্রধান শিক্ষক শামচ্ছুননাহার ছবি। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের মধ্যে উপস্হিত ছিলেন আব্দুল মান্নান, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম, শাহিনূর প্রমূখ।
২০১৭ প্রাথমিক পরীক্ষায় এবার শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৮ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০১৪ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫২ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৫২ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, ২০১৫ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৫৫ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী ও ২০১৬ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৪৬ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।