fbpx

|

শাকিব খান জানতে চান সেই বিশেষ মহল কে বা কারা?

প্রকাশিতঃ ২:৪৭ পূর্বাহ্ন | জানুয়ারী ২৩, ২০১৮

বিনোদন বার্তাঃ

ঢালিউডের তারকা অভিনেতা শাকিব খান প্রায় দেড় মাস পর রবিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া ‘বিশেষ মহলের চাপে দেশে ফিরেছেন শাকিব’ এমন শিরোনামের কয়েকটি খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘আমার দেশে আমি ফিরেছি। কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে সেটা বোধগম্য নয়। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরব? আমি এদেশের নাগরিক। আমার দেশে ফিরতে কি কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে?

তিনি বলেন, অনেকদিন দেশের বাইরে থাকার জন্য আমার ছেলে জয়ের জন্য মনটা কাঁদছিল। ওকে দেখতেই দেশে এসেছি। এটা নিয়েও কেন জল ঘোলা করা হচ্ছে?

শাকিব আরও বলেন, ‘যেসব অনলাইন এসব লিখছে তাদের বলবো- সেই বিশেষ মহলের নামটাও প্রকাশ করুন। আমি দেখতে চাই, সেই মহলটি কে? যা যাচ্ছে তাই লিখে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!