সাফল্যের ধারা অব্যাহত রেখে কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করল দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটএভার।
গত ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে সফটএভারের ময়মনসিংহের করপোরেট অফিসে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই (প্রধানমন্ত্রী কার্যালয়)-এর আইটি ম্যানেজার আরফে এলাহি মানিক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব, অ্যাপোলো ইনস্টটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, ময়মনসিংহ জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, সফটএভারের প্রধান নির্বাহী মো. রিয়াদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমানসহ প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও আগত অতিথিরা।