|

সোনাইছড়ি সর্বমঙ্গল বুদ্ধধাতু জাদী বিহারে তিনদিন ব্যাপী জাদী পূজা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১২:১৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

জুঁই চাকমা, রাঙামাটিঃ

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়ন অন্তর্গত সোনাইছড়ি বেনুবনে প্রতিষ্ঠিত সর্বমঙ্গল বুদ্ধধাতু জাদীতে গত ২৮,২৯ ও ৩০ জানুয়ারী তিনদিনব্যাপী জাদী পূজা এবং ২২ ফেব্রুয়ারী গণ প্রব্রজ্যা ও উপসম্পদা প্রদান অনুষ্ঠান করা হয়।

প্রথম দিনে এক হাজার পুষ্প দ্বারা দ্বিতীয় দিনে হাজার ফল, তৃতীয় দিনে হাজার সোয়াইং দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দানধ্বজা দান ও হাজার প্রদীপ পূজা করা হয়। প্রতিদিন বেলা ৩টা হতে রাত ৮টা পর্যন্ত বুদ্ধকীর্তন পরিবেশন করা হয়। তিন দিন ব্যাপী জাদী পূজা পাহাড়ী বাঙালীর এক মিলন মেলায় পরিণত হয়।

পূণ্যাঅনুষ্ঠানে অজিতানন্দ মহাথের, সুমেধা নন্দ মহাতের, পূর্ণ নন্দ মহাথেরা, ধর্মানন্দ থের ও দেবমিত্র থের ধর্মদেশনা প্রদান করেন। এসময় বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুসংঘ ও ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ পূজা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল প্রাণীর মঙ্গল ও হিত কামনায় পূণ্যদান পরিচালনা করেন সর্বমঙ্গল বুদ্ধধাতু জাদী বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত পাঞঞা যস থের।

পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা করেন বসু মোহন তালুকদার ও সুমেধ বড়ুয়া। বুদ্ধকীর্তন পরিবেশন করেন সুমেধ বড়ুয়া, তপন বড়ুয়া ও তেমিয় বড়ুয়া। সার্বিক সহযোগিতা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরন বড়ুয়া, ডা. রবি কুমার চাকমা, শুক্রসেন চাকমা, বিনামনি চাকমা ও অরবিন্দু চাকমা। পূণ্যানুষ্ঠান সঞ্চালনা করেন মনিদর্শী চাকমা।

দেখা হয়েছে: 634
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪