মোঃ রুবেল হোসেন,স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরের ন্যাড় এবারেও লক্ষ্মীপুরে শিক্ষা-প্রতিষ্ঠান গুলিতে বিনামূল্য বই বিতরণ করেছেন সরকার। নতুন বইয়ের গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। বই পড়ে তারা তাদের স্বপ্ন জগত পাড়ি দিবেন।
সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব-২০১৮ পালিত হয়।
আনুষ্ঠানিক ভাবে বই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিন (পি.পি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ-শাহী সদস্য মোঃ মিজানুর রহমান (রুবেল)।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেন,সহকারী শিক্ষক ওসমান গনি, মোঃ আবুল খায়ের, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ বেলায়েত হোসেন, রোকেয়া আক্তার, কুলসুম আক্তার, জাকির হোসেন, মোঃ আসাদুল ইসলাম ও নিমাই চন্দ্র নাথ। একই সময় দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ নিকেতন মডেল একাডেমী ও ইনসাফ স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হয়।