বিনোদন, স্পেশাল বার্তা

সানি লিওনের ‘হিরো’ চিকিৎসক অগ্রবাল

বিনোদন বার্তাঃ

চিকিৎসক অগ্রবাল সানি লিওনের ‘হিরো’। হ্যাঁ, এ কথা খোদ অভিনেত্রীই জানিয়েছেন। বিষয়টা কী বলুন তো? সানির নতুন কোনও ছবি? নাকি নতুন করে কারও প্রেমে পড়লেন নায়িকা?

না, প্রেম-ছবি কোনওটাই নয়। বিষয়টা একেবারেই ব্যক্তিগত। তবে ব্যক্তিগত বিষয় হলেও, ইনস্টাগ্রামে তা ফ্যানদের সাথে শেয়ার করেছেন সানি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে, একটি বড় টায়ার তুলে ফিটনেস ট্রেনিং করছেন নায়িকা। তবে উল্লেখযোগ্য বিষয়টি হল, ক্যাপশনটি।

সানি লিখেছেন, গতকাল খাবারে ভয়াবহ বিষক্রিয়ার পর আমি ফের নিজের শক্তি ফিরে পেয়েছি!! …ডক্টর অগ্রবালই আজ আমার হিরো!

আরবাজ খানের সাথে ‘তেরা ইন্তেজার’ ছবি করার পর বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে নেই সানি লিওন। ফুড পয়জনিংয়ে কাবু ছিলেন তা জানিয়েছেন তিনিই। সুস্থ হয়ে ফের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

ভিডিওটি দেখতে ক্লিক করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *