|

প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা এলাকায় চাঞ্চল্য

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে ধর্ষণ চেস্টার অভিযোগ থেকে মুক্তি ও প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনার উদ্দেশ্যে শাহজাহান আলী নামের এক প্রভাবশালী ভিকটিমের (প্রতিপক্ষ) স্বামীর বিরুদ্ধে থানায় অগ্নি সংযোগের মিথ্যা অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে চলতি বছরের ৫ ফেব্ররুয়ারী সোমবার সন্ধ্যায় ভিকটিম থানায় ধর্ষণের মামলা করতে এসেও প্রভাবশালী শাহজাহানের লোকজনের দেয়া হুমকি ও ভয়ভীতির কারণে মামলা না করেই ভিকটিম ফিরে যেতে বাধ্য হয়েছে।

অন্যদিকে মামলা করতে এসেও ফিরে যাবার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। আর ভিকটিম পরিবারটি সুষ্ঠু বিচারের দাবিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, তানোরের কলমা ইউপির বনগাঁ গ্রামের বাসিন্দা মৃত হাজি শফিউল্লাহ্র পুত্র ও দুই সন্তানের জনক শাহজাহান আলীকে ৩ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চকরতিরাম মোহাম্মদপুর হঠাৎ পাড়া এলাকার জনৈক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানের জননীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় গৃহবধুর স্বামী।

এ সময় তিনি শাহজাহান আলীকে আটক করেন। কিন্তু শাহজাহান আলী প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে কৌশলে বাড়ি থেকে বেরিয়ে ভৌঁ-দৌড়ে পালিয়ে যায়। ভিকটিমের স্বামী বিষয়টি গ্রাম প্রধানদের জানিয়ে শাহজাহান আলীর বিচার দাবি করেন। কিন্তু শাহজাহান আলী নানা তৎপরতা করেও বিষয়টি ধাঁমাচাঁপা দিতে ব্যর্ধ হয়।

এদিকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি ও প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনার জন্য শাহজাহান আলী তাঁর খড়ের পালায় অগ্নি সংযোগ করে ভিকটিমের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ভিকটিম বলেন, তাকে বিভিন্ন প্রতিশ্রুত ও প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শাহজাহান আলী শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি বলেন, আমার স্বামী বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে ধর্ষনের মামলা করার কথা বলায় তিনি নিজে নিজের খড়ের পালায় আগুন দিয়ে আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে।

এবিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা থেকে বাঁচতে তারা স্বামী-স্ত্রী তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই। তিনি বলেন, যে কেউ থানায় এসে অভিযোগ করতে পারেন কেউ বাধা দিতে পারবে না আর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪