|

গোদাগাড়ীতে রাষ্ট্রীয় পিপিএম পদক পেয়েছেন তাইজুল

প্রকাশিতঃ 2:28 am | January 09, 2018

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ

২০১৭ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ১৮২ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম ও পিপিএম-সেবা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ৩০ জন বিপিএম ও ৭১ জন পিপিএম পদক গ্রহণ করেন।

এছাড়া গুাংত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলায় প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ৫৩ জন পিপিএম-সেবা পুরস্কার দেওয়া হয়েছে।

এর মধ্যে গোদাগাড়ী ট্রাফিক অফিসে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মতর্তা এটিএসআই তাইজুল ইসলাম উপজেলার মাছমারাতে জঙ্গী অভিযান (অপারেশন সানডেভিল ) সক্রিয় অংশ গ্রহন করে অসীম সাহসীকতার সাথে জংগীদের প্রতিরোধ করায় রাষ্ট্রীয় মর্যাদায় পিপিএম পদক পেয়েছেন।