|

তানোরে ৫শ’ লিটার চোলাইমদ ধ্বংস

প্রকাশিতঃ 11:07 pm | December 23, 2017

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বড়দিনের উৎসবের জন্য মজুদ রাখা প্রায় ৫শ’ লিটার চোলাইমদ ধ্বংস করেছে পুলিশ। মুন্ডুমালা পৌর এলাকার মাহালী পাড়ার আদিবাসি পল্লীতে আজ শনিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার (ওসি) তদন্ত মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫শ’ লিটার চৌলাইমদ উদ্ধার করে সেখানেই ধ্বংস করেন।

 

বড়দিনে বিক্রির জন্য মাহালী পাড়ার আদিবাসি পল্লীর ৪টি বাড়ি’র ঘর ও আংগীনার মাটি খুড়ে ৬টি বড় বড় মাটির হাঁড়িতে তৈরি করে মাটির নিচে পুতে রাখা প্রায় ৫শ’ লিটার চোলাইমদ উদ্ধার করে সেখানেই ধ্বংস করা হয়। তবে অভিযান চালানোর খবর ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি, এলাকাবাসীর অভিযোগ মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র ৫শ’ দুরে প্রকাশ্যে চৌলাইমদ জমজমাট ব্যবসা হলেও তদন্ত কেন্দ্রের পুলিশ রহস্যজনক কারণে নিরব ভুমিকা পালন করে আসছে।