|

তানোরে ভূমিদস্যু শাহজাহানের দৌরাত্ম্য অতিষ্ঠ গ্রামবাসী

প্রকাশিতঃ 5:46 pm | January 04, 2018

মোঃ সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে আওয়ামী মতাদর্শী এক প্রভাবশালীর বিরুদ্ধে সাংবাদিকের সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের ২রা জানুয়ারী মঙ্গলবার এ ঘটনায় সাংবাদিক মমিনুল ইসলাম মুন বাদী হয়ে শাহাজান আলী বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে সম্পত্তি জবরদখলের ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মমিনুল ইসলাম মুন জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় তানোর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তানোরের বাধাইড় ইউপির মৌজা শিবরামপুর-জেল নম্বর ৫৫ ও ২৬৪ নম্বর দাগে মোট ২৭ শতক সম্পত্তি রয়েছে সাংবাদিক মুনের পিতা জানমোহাম্মদের নামে। এদিকে নামজারি ও নিয়মিত সরকারি খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করে তারা যথারীতি প্রায় দুই যুগ ধরে ওই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি শিবরাম পুর গ্রামের বাসিন্দা মৃত জবেদ আলীর পুত্র প্রভাবশালী ভূমিদস্যু শাহ্জাহান আলী ওই সম্পত্তির প্রায় ৪ শতাংশ জোরপূর্বক জবরদখল করেছে। এ সময় মমিনের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে শাহজাহান তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মমিন ও তার পিতাকে হত্যার চেস্টা করে ব্যর্থ হয়ে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলেও অভিযোগে বলা হয়েছে।

এদিকে সম্পত্তি নিজের দাবি করে জবরদখল করেও সম্পত্তির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। ওই সম্পত্তি জবরদখল নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি জানান, হাবু চেয়ারম্যানের ভাগ্নের কাছে থেকে ক্রুটিপূর্ণ কাগজের ৫ বিঘা জমি কম দামে কিনে ভূমিদস্যু শাহজাহান আলী প্রায় ৮ বিঘা জমি জোরপূর্বক দখল করেছে। এসব জমি পরিমাপ করা হলেই সেটা প্রমাণ হবে. তারা ওই জমি পরিমাপের দাবি করেছেন। এদিকে গত বছরে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার জমি পরিমাপ করতে গিয়ে দু’জন জমি মাপককে (আমিন) শাহজাহানের লোকজন বেধড়ক পিটিয়েছে। এছাড়াও শাহজাহান সরকারি বরাদ্দের টিউবয়েল নিজের বাড়িতে স্থাপন ও শিবরামপুর ওয়াক্তিয়া মসজিদ (ভূয়া) দেখিয়ে দুই মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাৎ করেছে বলেও প্রচার রয়েছে।

স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দলের এক যুবলীগ নেতার নেপথ্যে মদদে ভূমিদুস্যু শাহজাহানের চরম দৌরাত্ম্যে  গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু ক্ষমতাসীন দলের ওই প্রভাবশালী নেতার ভয়ে তারা কোনো প্রতিবাদ করছে পারছে না। এব্যাপারে জানতে চাইলে শাহজাহান আলী অভিযোগ অ-শিকার করে অপরাধ বার্তাকে বলেন, তার ক্রয়কৃত জমি তিনি দখল করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রগন্ডা ছড়ানো হচ্ছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, আগামি বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।