fbpx

|

সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ৪:০৪ পূর্বাহ্ন | জানুয়ারী ১৮, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সীচা গ্রামে মাদ্রাসার ছাত্র হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (২১ কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিছুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বোয়ালি আদর্শ বাজার হতে রফিকুলকে গ্রেফতার করে। রফিকুল সীচা গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র।

২০১৬ সালের ২৮ মে দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সীচা কেবারতিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র সীচা গ্রামের আংগুর মিয়ার পুত্র লিটন মিয়া (১৪) কে হত্যা করে বাঁশ ঝারের ভিতরে ফেলে রাখে।

এ ঘটনায় লিটনের মা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। অন্য আসামিরা হলেন- সীচা গ্রামের বুলু মিয়ার পুত্র আমিন হোসেন (২০), জাহিদুল ইসলামের পুত্র আবদুর রাজ্জাক (২২), মৃত আবেদ আলীর কন্যা জবেদা বেগম (৩৫) ও আনিছা বেগম (২৫)। থানার ওসি আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

দেখা হয়েছে: 413
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!