মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ
নীলফামারীর ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মেফতাহুল জান্নাত অনন্যা জেলার বিজ্ঞান শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার(২৪শে জানুয়ারী) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি তার পরিবার ও বিদ্যালয়কে অবগত করা হয়।
বৃহস্পতিবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থীর জন্য অনন্যাকে রংপুর সকরারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। অনন্যা প্রাথমিক সমাপনি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
গত ২০ জানুয়ারী ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের কবিতা আবৃত্তি ও হামনাদ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী মেফতাহুল জান্নাত অনন্যা । সে জাতাীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেন।
গত বছরের ২রা মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা উপজেলায় মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন। মেধাবী অনন্যার বাবা ডোমার পৌর এলাকার চাকধা পাড়ার বাসিন্দা বিশিষ্ট বীমাবীদ এমএস আলম বলেন,মেয়ের এমন অর্জনে তিনি গর্বিত। এর জন্য তিনি তার মা,শিক্ষক,শিক্ষিকা, আত্বীয়- স্বজনসহ সহ সকলের অবদান রয়েছে বলে জানান।
অনন্যা মা রুবিনা খাতুন একজন গৃহিনী হলেও লেখাপড়ার পাশাপশি সব সময় মেয়েকে সকল বিষয়ে পারদশী করতে সহায়তা করেছেন মর্মে মেধাবী অনন্যা জানায়।
অনন্যা বিজ্ঞান বিভাগে জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তার খালু জাহেদুল ইসলাম জাহিদ ও খালা রোজিনা খাতুন। জাহেদুল ইসলাম জাহিদ বর্তমানে বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে কর্মরত আছেন।