|

পলাশবাড়ী ও সাদুল্যাপুরে দুঃস্থ্য-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিতঃ ২:২৬ পূর্বাহ্ন | জানুয়ারী ১০, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলুর উদ্যোগে ১০ হাজার কম্বল দুঃস্থ ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর, বেতকাপা এবং সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ও ইদিলপুর ইউনিয়নের দুঃস্থ-শীতার্ত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। সকালে ঢোলভাঙ্গা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা মহদীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সরকার সুজা সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলুর।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে জনসাধারনকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেতকাপা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ গণি মন্ডল, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক লিটন, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল, প্রধান শিক্ষক আতোয়ার রহমান, সহকারী শিক্ষক জাফিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

এখানে প্রায় ৮ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরপর দুপুরে ইদিলপুর টেকনিক্যাল এন্ড বিজিনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে কলেজের সভাপতি সাজু মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব, ইউপি চেয়ারম্যান রাব্বি আবদুল্লাহ রিয়ন ও কলেজের অধ্যক্ষ খাজা মন্ডল প্রমুখ।

এখানেও আড়াই হাজার দুঃস্থ-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ঢোলভাঙ্গা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে নগদ ৩০ হাজার টাকা এবং ইদিলপুর টেকনিক্যাল এন্ড বিজিনেস ম্যানেজমেন্ট কলেজের উন্নয়নে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

দেখা হয়েছে: 458
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪