|

বিএনপি সহায়ক সরকার চেয়ে চার বছরেও রুপরেখা দিতে পারেনি, তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ ৫:৩৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি দেশটাকে আফগানিস্তান-পাকিস্তানের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তারা সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে চার বছর ধরে রুপরেখা দিতে পারেনি। এখন বলছে খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনে আসবেন না।

খালেদা জিয়ার সাজা হয়েছে ,বিএনপির সাজা হয়নি। তাহলে তারা কেন নির্বাচনে আসবে না। বুধবার(২১শে ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর জলঢাকায় জিরো পয়েন্ট মোড়ে জাসদ জলঢাকা উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সাল থেকেই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে অন্ধকারের সরকার সৃষ্টির পায়তারা করছে।

জলঢাকা উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, নীলফামারী-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াদ হোসেন রাঙ্গা, প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদী, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান রাজু, দিনাজপুর জেলা জাসদ সভাপতি লিয়াকত আলী, নীলফামারী জেলা সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম ও জলঢাকা উপজেলা জাসদ সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু প্রমূখ।

দেখা হয়েছে: 522
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪