|

কেজি দরে বই বিক্রি প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে মামলা

প্রকাশিতঃ ৯:৫০ অপরাহ্ন | জানুয়ারী ১৬, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলের শালনগর মডার্ণ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন সহ ৮ জনের নামে মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারী বই কালো বাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে।

মামলাটি দুর্নীতি দমন কমিশনের সিডিউল ভুক্ত, বিধায় দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার শালনগর মর্ডান একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক অনুমোদিত ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম শ্রেণীর ২০১৭ – ২০১৮ সালের বই শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিতরণ না করে কেজি দরে বিক্রি করে দেন। গত শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বইগুলি বিক্রি করা হয় পাশ্ববর্তী লাহুড়িয়া বাজারের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইকরামুল বিশ্বাস ও লাল চাঁদের কাছে।

ক্রেতা বই বিদ্যালয় থেকে রাত নয়টার সময় নিয়ে য়াওয়ার সময় এলাকাবাসী মন্ডলবাগ বাজার এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুল ইসলাম জব্দ করে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসলুর রহমানের জিম্মায় রাখেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় রোববার রাতে মামলাটি দায়ের করেন।

থানার অফিসার মোঃ শফিকুল ইসলাম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের সিডিউল ভুক্ত, বিধায় দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 506
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪