|

রোগীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রকাশিতঃ ১১:৩৮ অপরাহ্ন | জানুয়ারী ০৯, ২০১৮

অনলাইন বার্তাঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসক রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রিয়াদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্ম রোগ বিভাগের মেডিকেল অফিসার। গত সোমবার মেয়েটির বাবা বাদি হয়ে রিয়াদের বিরুদ্ধে শাহবাগ থানায় ধর্ষণ মামলা করেছেন।

অভিযোগ করা হয়েছে, গত ৩১ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ওই তরুণীকে চিকিৎসক রিয়াদ একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। মঙ্গলবার ঢাকার আদালতে মেয়েটি জবানবন্দি দেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। তরুণীর বাড়ি ভোলা জেলায়। সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

ওসি বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩১ ডিসেম্বর তরুণী তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় আসেন চিকিৎসা নেওয়ার জন্য। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিয়াদ সিদ্দিকের কাছে চিকিৎসার জন্য যায় সে। এসময় তার বাবা-মা হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। চিকিৎসক ওই তরুণীকে এক কক্ষে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মেয়েটিকে হুমকি দেয় কাউকে না বলার জন্য। বিষয়টি ফাঁস করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেবে বলেও হুমকি দেন চিকিৎসক। এ কারণেই কাউকে না বলে ওইদিনই মেয়েটি বাবা মাকে নিয়ে গ্রামের বাড়ি ভোলায় চলে যায়। ৫ জানুয়ারি এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয় সে।

জানতে চাইলে ডা. রিয়াদ সিদ্দিকী বলেন, এটা মিথ্যা কথা। মিথ্যাভাবে তাকে ফাঁসানো হচ্ছে। মেয়েটি মোবাইল ফোনে তার কাছে টাকা দাবি করেছিল। তিনি জানান, তার বাড়ি মুন্সিগঞ্জে। তবে প্রতি শুক্রবার ভোলায় ব্যক্তিগতভাবে রোগী দেখতে যান তিনি। মেয়েটিও তার রোগী। মেয়েটির পরিবার ভেবেছে তার কাছে মোটা অংকের টাকা আছে। এ জন্য কয়েকদিন আগে থেকেই ধর্ষণের মামলার হুমকি দিয়ে টাকা দাবি করে তারা। টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি ওই চিকিৎসকের।

সূত্র সমকাল

দেখা হয়েছে: 543
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪