|

গাইবান্ধায় অবৈধ দখলকৃত জায়গা দখলে নিল জেলা পরিষদ

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ন | জানুয়ারী ২৯, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

দেশের উচ্চ আদালতের নির্দেশে গাইবান্ধা শহরের কলেজ রোড ও ডিবি রোডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখলে নিয়েছে গাইবান্ধা জেলা পরিষদ।

জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা এসব জায়গা অবৈধভাবে দখল করে রাখেন। পরবর্তীতে জেলা পরিষদ উচ্চ আদালতে মামলা করলে পরাজিত হন দখলকারীরা ।

আদালতের নির্দেশে রবিবার সকালে পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে খুঁটি পুতে তারা এসব জায়গা দখল করে নেন।

এদিকে দীর্ঘদিন হতে দখলকারী ব্যবসায়ীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কাছ থেকে জায়গা লীজ নিয়ে সময়মতো খাজনা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি জেলা পরিষদ এসব জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিলে তারা উচ্চ আদালতে মামলা করে পরাজিত হন।

তাদের অভিযোগ, ব্যবসায়ীদের পূণর্বাসনের কোন ধরণের সিদ্ধান্ত না নিয়ে ১ দিনের নোটিশে জেলা পরিষদ তাদের জায়গা দখলে নেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

তাদের পূণর্বাসনের বিষয়টি বিবেচনাধীন দাবী করে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা এসময় সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশে জেলা পরিষদ এসব সরকারী জায়গা দখলে নিয়েছে

দখলকালীন সময়ে পরিষদের অন্যান্য সদস্যগণ, পরিষদের কর্মকর্তা কর্মচারীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪