নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে গিয়ে চালক নিহত হয়েছে। সোমবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে কালু শেখ (২৮)।
গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী অপরাধ বার্তাকে জানান, কালু মুরগি বোঝাই ভটভটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে সুলতানগঞ্জ এলাকায় ঘনকুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি নিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় নিহত কালুর পরিবারের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহত ভটিভটি চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।