শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় খালেদ মাসুদ পাইলটের ক্রিকেট দল রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী বনাম গোদাগাড়ী ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে।
প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলা ট্র্যাক। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হরিয়ে ২৩৩ রান সংগ্রহ করে গোদাগাড়ী ক্রিকেট একাডেমী। অপর দিকে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী ১৩ ওভার ৩ বল শেষে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত রান সংগ্রহ করে জয়ী হয় ।
ফাইনাল খেলায় গোদাগাড়ী ক্রিকেট একাডেমীর সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বস,সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জাতীয় দলের খেলোয়াড় ইমরুল কায়েশ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন,সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল একরামুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান ও সাধাররণ সম্পাদক রবিউল আলম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান,উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।