|

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিতঃ 2:12 pm | December 19, 2017

আলম হোসেন অলি, হিলি প্রতিনিধিঃ
হিলি সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের মধ্যে ভাতৃত্ব বোধ, সৌহার্দ সম্পৃতিবৃদ্ধি, মাদকদ্রব্য-নারী শিশু পাচার চোরাচালান প্রতিরোধ ও সীমান্তের স্পর্শকাতর সমস্যাবলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় হিলি সীমান্তের বিজিবি হিলি চেকপোষ্ট কোম্পানী সদরে বিজিবি বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মো: আনিছুল হক। এসময় তার সাথে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু সাইদ।

বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন কমান্ডেন্ট বি,এস ন্যাগি। তার সাথে ছিলেন ৪১ ব্যাটালিয়ন কমান্ডেন্ট ভিপিএ ইয়াদান ও ২৮ ব্যাটালিয়নের কমান্ডেন্ট এস কে মিছরা। এসময় উভয় বাহিনীর অন্যান্য ষ্টাফ আফিসারগন উপস্থিত ছিলেন।

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত-Aporadh-Barta

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত-Aporadh-Barta