অনলাইন বার্তাঃ
পুলিশ সেজে থানায় নিয়ে যাওয়ার নাম করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করল এক যুবক। বছরের শেষ দিনে ভারতের লুধিয়ানার এই ঘটনায় আতঙ্কিত সেই এলাকার বাসিন্দারা।
নির্যাতিতা জানায়, বর্ষবরণের আনন্দ উপভোগ করার জন্য সহকর্মীর সঙ্গে লুধিয়ানার রাখ বাগে বসে গল্প করছিলেন। সে সময় ৩০–৩২ বছরের এক যুবক এসে বলেন তিনি লুধিয়ানা পুলিশের কর্মী। সাদা পোশাকে টহল দিচ্ছেন। তারা আইন লঙ্ঘন করেছেন এমন অভিযোগ করে তরুণীকে থানায় যেতে বলেন। সেই যুবকের মোটর সাইকেলে বসেই থানায় যাচ্ছিলেন তরুণী। কিন্তু যুবক তাকে থানায় না নিয়ে গিয়ে এক অজ্ঞাত পরিচয় স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণে মারা হুমকি দেয়।
পুলিশ জানায়, তরুণী সেখান থেকে কোনও মতে পালিয়ে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস ওই অজ্ঞাত পরিচয় যুবককে আটক করেছে। তার বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩৬৫ (অপহরণ), ৫০৬ ( অপরাধ প্রবণতা) ধারায় মামলা দায়ের করেছে।