|

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ব্যাপক পরিকল্পনা:- জেলা প্রশাসক

প্রকাশিতঃ 4:46 pm | December 29, 2017

মাসুদ হোসেনঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন বলেন, বর্তমান সরকার ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে।

সরকারের সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিয়নকে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। ইতিমধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে যাদের নাম ভিক্ষুকের তালিকায় নেওয়া হয়েছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের ধর্নাঢ্য ব্যাক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের দক্ষ প্রচেষ্ঠায় এ ইউনিয়ন একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ও ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন (পিএএ)।

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ব্যাপক পরিকল্পনা জেলা প্রশাসক-Aporadh-Barta

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ব্যাপক পরিকল্পনা জেলা প্রশাসক-Aporadh-Barta

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা (পিএএ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, সাঙ্গঠনিক সম্পাদক বাসু দেব বর্ধন, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, উপসহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক চন্দনা রানী দাশ, ইমাম মাওলানা মো. শাহাদাত হোসেন, মহামায়া বাজার ব্যাবস্থপনা কমিটির সাধারন সম্পাদক মো. জালাল হোসেন বেপারী, ইউপি সদস্য মো. নাজির হোসেন, কামরুল ইসলাম মোল্লা, মো. শফিক কারী, কাজী কামাল, আনোযার হোসেন খোকা পাটওযারী, আবু সাঈদ হাওলাদার, মো. মনির পাটওয়ারী, কামরুল ইসলাম মোল্লা, মুক্তার হোসেন মিজি, মো. মোস্তফা খান, মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, বিলকিস আক্তার, পারুল বেগমসহ ইউডিসিসির সকল সদস্য, রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য তহবিল গঠন, উদ্বুদ্ধ করন, কর্মসংস্থানের ব্যবস্থা করা ও ভিক্ষা বন্ধের নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ সভার সমাপ্তি ঘোষনা করেন।