|

লক্ষ্মীপুর-ঢাকা রুটে লঞ্চ চলবে শনিবার থেকে

প্রকাশিতঃ 7:40 pm | January 22, 2018

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
অবশেষে লক্ষ্মীপুরের সঙ্গে নৌ-পথে ঢাকার যোগাযোগ সহজ হতে যাচ্ছে। চাঁদপুর হয়ে নয়,এবার লক্ষ্মীপুর থেকেই ঢাকার লঞ্চ ছেড়ে যাবে। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের লঞ্চঘাট থেকে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চলবে।

এর উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি।এরমধ্যে দিয়ে মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত তিনদিনের সরকারি সফর সূচী থেকে এ তথ্য জানা গেছে। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের লোকজন চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে লঞ্চ সার্ভিস চালু হলে মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কর্মঘন্টা বাঁচবে। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা।