বাংলাদেশ, রংপুর, লাইফস্টাইল

ধর্মান্তরিত খ্রিষ্টান সাঁওতালদের জীবন যাত্রা বদলে গেছে আমূল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

মোস্তফা কামাল সুমন: ধর্মান্তরিত সাঁওতাল সম্প্রদায়ের জীবন যাত্রার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। উপজেলায় বসবাসরত হাজার তিনেক সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের অধিকাংশ খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হয়েছে। যদিও কিছু সাঁওতাল এখনো তাদের আদি বিশ্বাসে অটল তবু তারাও খ্রিষ্ট্রীয় ভাবধারার প্রভাবিত হয়েছে।

গোবিন্দগঞ্জ খ্রিষ্টান আন্তঃ মণ্ডলীয় ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা পরিষদে শনিবার সকালে অনুষ্ঠিত প্রাক বড়দিন উদযাপন অনুষ্ঠানে দেখা যায় এক ভিন্নচিত্র। উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের শত শত শিশু নারী পুরুষ অংশগ্রহণ করে। তাদের পোষাক আশাক কথার বলার ধরণ থেকে শুরু করে জীবন যাত্রার বৈপ্লবিক পরিবর্তন পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনকারী ধর্মান্তরিত খ্রিষ্টান সাঁওতাল গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বর্ণালী জানান, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার আগে এমন জীবন ছিলো না আমাদের।

এখন আমরা উন্নত ভাবে বাচতে পারছি। আমাদের জীবন যাত্রা আমূল বদলে গেছে। এখন আমরা লেখাপড়া চাকরিবাকরি সহ প্রাত্যহিক জীবনে আর সাঁওতালীও ভাবধারার জায়গায় খ্রিষ্টান ভাবধারা ফুটে উঠছে। একই অভিমত ব্যক্ত করে পাক বড় দিনে নৃত্য পরিবেশন কারী একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মৌ।উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের পূর্নাবাসন কেন্দ্র বেতারা গুচ্ছগ্রামে ঘর পাওয়া শিপলান হেমরমের স্ত্রী পিরিনা হাসতা জানান, আমরা বহু আগেই আদি সাঁওতাল ধর্ম ত্যাগ করেছি।

আমরা খ্রিষ্টীয় ভাবধারার সাথে তাদের সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছি দিন দিন।শনিবার সকালে উপজেলার ধর্মান্তরিত খ্রিষ্টান সাঁওতালদের পাক বড়দিন উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর এবিসিএসের প্রধান পালক বার্নাবাস হেমব্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খ্রিষ্টান আন্তঃ মণ্ডলীয় ঐক্য পরিষদের সভানেত্রী এমিলি হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *