|

চাকরি দেয়ার নাম প্রতারণা, মূল হোতাসহ গ্রেফতার ৫

প্রকাশিতঃ ১১:১৯ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৭

রবিউল ইসলাম রিমন,বিশেষ প্রতিনিধিঃ

চাকরি দেয়ার নামে প্রতারণাকারী চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সিআইডি। গত মঙ্গলবার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির এক বিবৃতিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সিআইডির ঢাকা মেট্রো- উত্তর ইউনিটের সহকারী পুলিশ সুপার এসএম রমজান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসাইনসহ একটি টিম পলাতক আসামি গ্রেফতারের লক্ষ্যে কাফরুল থানা এলাকায় যান। এসময় তারা জানতে পারেন, মহাখালী ডিওএইচএস এলাকার একটি বাড়িতে কথিত ‘রিয়াম ফুডস’ নামক অফিসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানিতে চাকরি দেয়ার নামে লোকজনের কাছে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে আসছে।

খবরের সত্যতা যাচাই করতে গেলে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় আরো প্রায় চার থেকে পাঁচজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, কথিত ম্যানেজিং ডিরেক্টর মো. সামসুদ্দিন (৩৫), মো. নজরুল ইসলাম (২০), উজ্জল চৌধুরী (১৯), শাহিন আলম (২১) এবং মামুনুর রশিদ (১৮)। কোম্পানির কথিত চেয়ারম্যান মো. আব্দুস শহিদসহ (৪৫) অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন আসামি সিআইডি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়।

চাকরি দেয়ার নাম প্রতারণা, মূল হোতাসহ গ্রেফতার ৫-Aporadh-Barta

চাকরি দেয়ার নাম প্রতারণা, মূল হোতাসহ গ্রেফতার ৫-Aporadh-Barta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা চাকরির কথা বলে প্রত্যেকের কাছে সাড়ে ৬ হাজার টাকা করে নিতো। এছাড়াও চাকরি প্রত্যাশীদের দুজনকে অফিসে আটকে রেখে চাঁদা দাবিসহ হুমকি দাবি করতো।

বিষয়টি আরো অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

এরা দেশের শত্রু; এদের সম্পর্কে আমাদের সঠিক তথ্য দিন আমাদের পেইজে – Organized Crime, CID, Bangladesh

দেখা হয়েছে: 593
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪