|

রাজশাহীতে পুলিশের নতুন ৮ থানার ওসিদের যোগদান

প্রকাশিতঃ ৩:১১ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবগঠিত আটটি থানায় যোগদান করেছেন ওসি। বুধবার তারা আরএমপি সদর দপ্তরে দিয়ে যোগদান করেন। আগামী ১ মার্চ থেকে তারা কার্যক্রম শুরু করবেন।

আরএমপির নতুন থানাগুলো হলো, পবা, কর্নহার, দামকুড়া, কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, কাটাখালি, এয়ারপোর্ট ও চন্দ্রিমা। আরএমপি’র কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম নতুন আটটি থানায় ওসিদের পদায়ন করেন।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, নতুন আটটি থানায় ওসি যোগদান করেছেন। তারা ১ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু করবেন। এর মধ্যে পুলিশ পরিদর্শক মেহেদী হাসান কাটাখালী থানায়, পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরকে চন্দ্রিমা থানায়, পুলিশ পরিদর্শক এসএম মাসুদ পারভেজকে পবা থানায়, পুলিশ পরিদর্শক রবিউল ইসলামকে কাশিয়াডাঙ্গা থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া একই আদেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শাহ্কেকে দামকুড়া থানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে বেলপুকুর থানায়, পুলিশ পরিদর্শক ইমাম (তদন্ত) জাফরকে কর্ণহার থানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলামকে এয়ারপোর্ট থানায় পদায়ন করা হয়েছে।

ইফতে খায়ের আলম বলেন, পুরাতন থানার গুলোর মধ্যে শুধু মতিহার থানার ওসি রদবদল করা হয়েছে। এ থানার ওসি মেহেদী হাসানকে নতুন থানা কাটাখালি দেয়া হয়। আর মতিহার থানায় ওসি করা হয়েছে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন খানকে।

এদিকে, নতুন আটটি থানার ওসি ও ডিউটি অফিসারের পদের বিপরীতে মোবাইল সীম বরাদ্দ দেয়া হয়েছে।

মোবাইলে যোগাযোগের জন্য চন্দ্রিমা থানা ওসির নম্বর ০১৭৬৯-৬৯২৯১৬, ডিউটি অফিসার-০১৭৬৯-৬৯২৯১৯, কাশিয়াডাঙ্গা থানার ওসি ০১৭৬৯-৬৯২৯২০, ডিউটি অফিসার ০১৭৬৯-৬৯২৯২৩, পবা থানার ওসি ০১৭৬৯-৬৯২৯২৪, ডিউটি অফিসার- ০১৭৬৯-৬৯২৯২৭, দামকুড়া থানার ওসি ০১৭৬৯-৬৯২৯২৮, ডিউটি অফিসার-০১৭৬৯-৬৯২৯৩১, কর্ণহার থানার ওসি ০১৭৬৯-৬৯২৯৩২, ডিউটি অফিসার ০১৭৬৯-৬৯২৯৩৫, কাটাখালী থানার ওসির নম্বর ০১৭৬৯-৬৯২৯৩৬, ডিউটি অফিসার ০১৭৬৯-৬৯২৯৩৯, বেলপুকুর থানার ওসি ০১৭৬৯-৬৯২৯৪০, ডিউটি অফিসার-০১৭৬৯-৬৯২৯৪৩ ও এয়ারপোর্ট থানার ওসির মোবাইল নম্বর ০১৭৬৯-৬৯২৯৪৪, ডিউটি অফিসার-০১৭৬৯-৬৯২৯৪৭।

দেখা হয়েছে: 481
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪