অর্থনীতি, খুলনা, বাংলাদেশ

ঝিনাইদহ সমবায় ব্যাংকের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্বভার গ্রহণ ও সংবধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সমবায় ব্যাংক চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) জাফর ইকবাল, পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা। এসময় নব-নির্বাচিত সদস্য সৈয়দ শফিউল ইসলাম, শহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত কমিটির হাতে দ্বায়িত্বভার প্রদাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *