|

আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশিতঃ ৪:৩৯ অপরাহ্ন | জানুয়ারী ১৩, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকেঃ
বরিশালের ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০১৮ সালের নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সহ-সভাপতি মো. শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় রায়, তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, নির্বাহী সদস্য-১ অপূর্ব লাল সরকার, নির্বাহী সদস্য-২ সরদার হারুন রানা শপথ বাক্য পাঠ করেন। নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি অপূর্ব লাল সরকার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, শহীদ আব্দুর রব সেরনিযাবাত ডিগ্রী কলেজ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব:) লিয়াকত আলী হাওলাদার।

এসময় অতিথিরা সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, দেশ ও জাতি গঠনে একজন নিরপেক্ষ সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ তেতো হলেও তা থেকে আমরা সবাই নিজেদেরকে শোধরাতে পারা যায়। তাই সব সময় দেশ ও জাতির জন্য কল্যাণকর সংবাদ পরিবেশন করা উচিত।

অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ি শফিকুল ইসলাম সকুল, উপজেলা যুবলীগ সহসভাপতি আবদুল্লাহ লিটন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি মো. উজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈকত মন্ডল দীপু, প্রেসক্লাব সদস্য ওয়াসিম ভূইয়া সেলিম, মো. সাইফুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, মো. মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাংবাদিক স্বপন দাস, পলাশ দত্ত, মারুফ মোল্লাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 498
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪