|

সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়

প্রকাশিতঃ 10:32 pm | January 25, 2018

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬টি মাহিন্দ্রা মালিককে জরিমানা করা হয়েছে। ২৫ জানুয়ারী সকালে উপজেলার কুচিয়ামোড়া গোডাউন বাজার সড়কে ৬টি মাহিন্দ্রা আটক করে ১৩৮,১৪০,১৫১,১৫২ ধারায় সর্ব মোট ২৮ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম। অবৈধভাবে সড়কে চলাচল করার অপরাধে এ জরিমানা করা হয়।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানান, মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ থাকা সত্যেও অবৈধ ভাবে মাহিন্দ্রা চালানোর অপরাধে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়। ৬টি মাহিন্দ্রাকে আটক করে ১৮ জাহার পাঁচ শত টাকা জরিমান করা হয়েছে।

মাহিন্দ্রা চালকরা ভ্রাম্যমান আদালতের কথা জেনে বিভিন্ন রাস্তা দিয়ে পালিয়ে যায়। আমাদের অবৈধ মাহিন্দ্রা চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে অবৈধভাবে মাহিন্দ্রা চলাচল করতে দেখা গেলে মাহিন্দ্রার মালিক যে হোক তাকেও ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।