|

মন্ত্রীদের শীতল পাটি উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 9:07 pm | January 22, 2018

অনলাইন বার্তাঃ

মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের শীতল পাটি উপহার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এনএম জিয়াউল আলম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে একটি করে শীতল পাটি উপহার দেন।

সিলেটের শীতল পাটির ঐতিহ্যগত বুননশিল্পকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। গত ডিসেম্বরে আইসিএইচের সেফগার্ডের জন্য আন্তঃসরকারের ১২তম অধিবেশনে মানবতার অবাস্তব সাংস্কৃতিক ঐতিহ্যের ইউনেস্কোর প্রতিনিধির তালিকায় অন্তর্ভুক্ত করে।