সৈয়দ তরিকুল্লাহ আশরাফী, হালুয়াঘাটঃ
সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে প্রবীন কৃষক কল্যাণ ফাউন্ডেশন (পিকেকেএফ) এর আয়োজনে শানাইট এম.এম উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় কৃষক দিবস, চাষী সংবর্ধনা ও আজীবন সম্মাননা পদক -২০১৮ পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুয়েল আরেং জাতীয় সংসদ সদস্য-১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবদুর রশিদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম প্রমূখ।
অনুষ্ঠানে জাতীয় ভাবে কৃষক দিবস পালনের জন্য সরকারের প্রতি আহবান জানান প্রবীন কৃষক কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজগর আলী রূপক ।