|

সাকিবের কাছ থেকে সব সময়ই শেখার আছে

প্রকাশিতঃ ২:৩৮ পূর্বাহ্ন | জানুয়ারী ২২, ২০১৮

অপরাধ বার্তা ডেক্সঃ

সিকান্দার রাজা। জিম্বাবুয়ে দলের সেরাদের সেরা একজনের নাম। ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে দলের বিপদে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি। দেশের বাইরেও রয়েছে তার সুনাম।

সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ রয়েছে জিম্বাবুয়ে দল। এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ খেলে ২টিতে হার এবং ১টিতে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

অন্যদিকে দলের অলরাউন্ডার সিকান্দার রাজাকে অনেকেই জিম্বাবুয়ের সাকিব আল হাসান মনে করেন। তবে তিনি তা মনে করেন না বরং সাকিবের কাছ থেকে শেখেন বলেই জানিয়ে দেন তিনি। ত্রিদেশীয় সিরিজ খেলতে এসে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।

তিনি বলেন, সাকিবের প্রতি আমার অগাধ সম্মান। সে বাংলাদেশকে অনেক দুর্লভ এক একটি অর্জন এনে দিয়েছে। শুধু আমিই না পুরো ক্রিকেট দুনিয়া একথা নির্দ্বিধায় স্বীকার করে যে সে বিশ্বসেরা অলরাউন্ডার। আমি কখনওই এটা পছন্দ করবো না কেউ আমাকে জিম্বাবুয়ের সাকিব নামে সম্বোধন করুক।

সাকিব একজন গ্রেট পারফরমার। সে এমনই একজন ক্রিকেটার যার কাছ থেকে সব সময়ই শেখার আছে।

দেখা হয়েছে: 436
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪