|

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা

প্রকাশিতঃ ৯:০৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের পালপাড়া হিন্দুপল্লীতে পৈতৃক সম্পত্তির বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন শৈলান চন্দ্র পালের ছেলে প্রদিপ পাল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অভিযোগে জানা গেছে, পালপাড়া এলাকার শৈলান চন্দ্র পাল বিআরএস ভুক্ত টিনসেট ঘর ভেঙ্গে পাকাঘর নির্মানের কাজ শুরু করলে পৈতৃক সম্পত্তি কম বেশীর অজুহাতে হয়রানির করতে আদালতে মামলা করেন ভাতিজা হরেন্দ্র চন্দ্র পাল।

বিজ্ঞ আদালত ওই নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করেন। গত ২৯ জানুয়ারি বইলর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবুল বাসার মো. হালিম সরেজমিন পরিদর্শন করে নালিশী জমিটি মাপার জন্য সরকারি সার্ভেয়ারের আবেদন করেন।

তার একদিন পর স্থানীয় কুচক্রী মহলের যোগসাজসে হরেন্দ্র চন্দ্র পাল আদালতে গিয়ে ওই জমির ওপরই আরেক টি মামলা দায়ের করেন। এরপর ১৩ ফেব্রুয়ারি আদালতের ১৪৪ ধারা জারির মামলাটি প্রত্যাহারের আবেদন করেন হরেন্দ্র।

বৃহস্পতিবার ১৪৪ ধারার মামলাটি প্রত্যাহার আবেদনের কপি হাতে পেয়ে শৈলান চন্দ্র গতকাল শুক্রবার সকালে স্থগিত রাখা নির্মাণ কাজ শুরু করলে হরেন্দ্র চন্দ্র পাল তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন শৈলান চন্দ্র পালের ছেলে প্রদিপ পাল। প্রতিবেশীরা আহত প্রদিপকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহতের পিতা শৈলান চন্দ্র বাদী হয়ে ৭ জনকে আসামি ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। হামলার বিষয়টি অস্বীকার করে হরেন্দ্র চন্দ্র পাল বলেন, কাজে বাঁধা দিতে গিয়ে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।

দেখা হয়েছে: 452
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪