|

তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 4:14 pm | January 24, 2018

সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজশাহীর একটি সাফাওয়াং কমিনিউটি সেন্টারে তানোর উপজেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সিনসিয়ার সহ সভাপতি খাদেমুনবী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি।

বর্ধিত সভায় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন ও আগামীতে আওয়ামী লীগ কে আরো গতিশীল ভাবে এগিয়ে নিতে নেতাকর্মীদের সক্রিয় ভাবে মিলে মিলেমিশে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

উক্ত বর্ধিত সভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ও ২টি পৌরসভার সভাপতি সেক্রেটারি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।