fbpx

|

কেন্দ্রীয় কারাগার মূল ফটক থেকে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিতঃ ২:১৭ পূর্বাহ্ন | জানুয়ারী ২৬, ২০১৮

অনলাইন বার্তাঃ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কারা কতৃপক্ষ। এরা হচ্ছেন- মীর হোসেন হৃদয় ও রনি মিয়া। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওই দুই ভুয়া ডিবি পুলিশকে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটককৃত দু’জনই নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারের মূল ফটকে তারা এসে এক জামিন প্রাপ্ত আসামির আত্বীয়ের সাথে ডিবি পুলিশ পরিচয়ে কথা বলছিল। একপর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তিও করে। এবং দাবি করে টাকা না দিলে পুনরায় অন্য মামলায় জেলে ঢুকিয়ে দিবে। এসময় কারা রক্ষীদের বিষয়টি সন্দেহ হলে ওই দু’ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে নেয় তারা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মো: মিয়াজি জানান, থানায় নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেখা হয়েছে: 541
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ জাহিদ হাসান
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
error: Content is protected !!