|

কেন্দ্রীয় কারাগার মূল ফটক থেকে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিতঃ 2:17 am | January 26, 2018

অনলাইন বার্তাঃ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কারা কতৃপক্ষ। এরা হচ্ছেন- মীর হোসেন হৃদয় ও রনি মিয়া। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওই দুই ভুয়া ডিবি পুলিশকে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটককৃত দু’জনই নগরীর সানকিপাড়া এলাকার বাসিন্দা। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারের মূল ফটকে তারা এসে এক জামিন প্রাপ্ত আসামির আত্বীয়ের সাথে ডিবি পুলিশ পরিচয়ে কথা বলছিল। একপর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তিও করে। এবং দাবি করে টাকা না দিলে পুনরায় অন্য মামলায় জেলে ঢুকিয়ে দিবে। এসময় কারা রক্ষীদের বিষয়টি সন্দেহ হলে ওই দু’ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে নেয় তারা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মো: মিয়াজি জানান, থানায় নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।