|

সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় নববধূসহ ২ জনের মৃত্যু

প্রকাশিতঃ ১০:২৬ অপরাহ্ন | ডিসেম্বর ১৮, ২০১৭

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় আফরোজা খাতুন (১৯) নামে এক নববধূসহ ২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র খোরশেদ আলম (৩৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। যুবক খোরশেদ আলম দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এদিকে, শনিবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের সামিউল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন নামে নব-বধূকে শ্বাসরোধে হত্যার পর শয়ন ঘরের ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে স্বামী সামিউল ইসলাম, শ্বশুড় আব্দুস সামাদসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

নববধূ আফরোজার পিতা একই উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের আতোয়ার রহমান জানান, ৪ মাস আগে সামিউলের সঙ্গে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাইয়ের সপরিবার মিলে তার মেয়ে আফরোজাকে নির্যাতন করত।

একপর্যায়ে শনিবার সন্ধ্যায় জামাই তাকে মোবাইল ফোনে এ বলে খবর দেয় যে, ‘তার মেয়ে অসুস্থ্য হয়েছে’। পরে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান আতোয়ার। ঘটনার পর থেকে জামাইসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছ।

দেখা হয়েছে: 536
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪