রবিউল ইসলাম রিমন, বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে আগামী ১৩ ই জানুয়ারি বিশাল গণসমাবেশের প্রস্তুতি নিয়েছে মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগ ।ওইদিন মাত্রাই উচ্চ বিদ্যালয়ের জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশে অংশ নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।এই সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রত্যাশা করছে মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ।
গণসমাবেশের সবকিছু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালিকদার লজিক। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন।
এ ব্যাপারে জানতে চাইলে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালিকদার লজিক বলেন, আমাদের সংগঠনের নেতাকর্মীরাসহ জয়পুরহাটের সাধারন জনগন স্বতঃস্ফূর্তভাবেই সমাবেশে উপস্থিতির জানান দেবে। নেতাকর্মীরা সমাবেশের ব্যাপারে ব্যাপক উৎসাহী।
মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের বলেন, জয়পুরহাটে আওয়ামীলীগের বিভিন্ন সমাবেশে মাত্রাই থেকে এর আগে সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা গণসমাবেশটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আশা করি সফল হব।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল হক বলেন, মাত্রাই বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

জয়পুরহাটে বিশাল গণসমাবেশের প্রস্তুতি মাত্রাই ইউনিয়ন আওয়ামীলীগের