বরিশাল, বাংলাদেশ, মিডিয়া, স্পেশাল বার্তা

আগৈলঝাড়ায় এমপি’র সাথে প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০১৮ সালের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার রাতে এমপি’র আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ পরিষদ সদস্যবৃন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এমপি হাসানাত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে সৌজন্য বিনিময় সভায় দেশের স্বার্থে সকলকে সংবাদ পরিবেশনের আহ্বাণ জানান।

মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, নবনির্বাচিত সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সহ-সভাপতি শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর আলী সানি, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, সদস্য মো. সাইফুল ইসলাম, ওয়াসিম ভুঁইয়া সেলিম, প্রবীর বিশ্বাস ননী, মো. মনিরুজ্জামানসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়ায় এমপি’র সাথে প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়-Aporadh-Barta
Aporadh-Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *